তৃতীয় ধাপে সুনামগঞ্জে এলো সিনোফার্মার আরও ৩৮ হাজার ৪০০ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন।
Advertisement
রোববার (১১ জুলাই) সকাল ৮টায় সুনামগঞ্জের ইপিআই ভবনে ৪৮ কার্টনে এসব ভ্যাকসিন আসে।
এ সময় ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা এটিএম আব্দুল্লাহ চৌধুরী কাছ থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়। সেখানে পুলিশের একটি দলও মোতায়েন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
Advertisement
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘তৃতীয় বারের মতো সুনামগঞ্জে ৩৮ হাজার ৪০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এগুলো সুনামগঞ্জের ১০টি উপজেলায় দেয়া হবে।’
লিপসন আহমেদ/এসজে/জিকেএস