সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দাতাদের বিচারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি দেশে সন্ত্রাস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কেউ বলছে জঙ্গি আছে আবার কেউ বলছে নাই। এভাবেই তাদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের দলের শীর্ষ নেতাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণ নাশের হুমকি দাতাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, আমরা অবাক হয়ে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, জঙ্গিবাদের দ্বারা একটার পর একটা খুন হচ্ছে। একটা খুনের বিচারও হচ্ছে না। দেশে সরকার আছে বলে মনে হয় না।সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাসদের বজলুর রশিদ ফিরোজ, বামমোর্চার আব্দুস ছাত্তার, মোশরেফা মিশু, সিপিবির নেতা সাজ্জাত জহির চন্দন।এএস/এসকেডি/পিআর
Advertisement