দেশজুড়ে

খুমেক ল্যাবে আরও ১৯০ জনের করোনা শনাক্ত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে আরও ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement

শনিবার (১০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এতথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৯ জুলাই) শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ২৬ শতাংশ।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৯০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১৫৭ জন রয়েছেন।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে বাগেরহাটের ১৮ জন, সাতক্ষীরার তিনজন, যশোরের আটজন এবং গোপালগঞ্জ, পিরোজপুর, ফরিদপুর ও ঝালকাঠির একজন করে শনাক্ত হয়েছেন।

আলমগীর হান্নান/এসআর