দেশজুড়ে

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম সরকার।

Advertisement

শনিবার (১০ জুলাই) বিকেল ৩টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হাসেম সরকার উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ছিলেন।

Advertisement

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম শোভন জানান, গত সপ্তাহে চেয়ারম্যান আবুল হাসেম সরকারের করোনা পজিটিভ আসে।

মৃতের পরিবার সূত্র জানায়, রোববার (১১ জুলাই) বেলা ১১টায় গৌরীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Advertisement