খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে রাশিদা খাতুন (৩০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে যশোর-বেনাপোল রেল লাইনের নাভারণ পুরান বাজার এলাকায়। রাশিদা যশোরের ঝিকরগাছা উপজেলার বেদে নাভারন গ্রামের নুর হোসেনের স্ত্রী। ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার খবির আহমেদ জাগো নিউজকে জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনটি নাভারণ পুরান বাজার এলাকায় আসলে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। যশোর জিআরপি পুলিশের দায়িত্বপ্রাপ্ত এটিএসআই আতাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেল পুলিশকে সেখানে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে। মো. জামাল হোসেন/এমজেড/পিআর
Advertisement