টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৮৬ জন করোনা পজিটিভ হন। শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ।
সিভিল সার্জনে বলেন, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১ জন। এর মধ্য পাঁচ হাজার ২৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১৫৬ জন। এখন পর্যন্ত মোট ৩২ হাজার ১৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ৩২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের হার ২০.৩৮ ভাগ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৫৬ জন ও উপসর্গ নিয়ে ৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ