দেশজুড়ে

কিশোরগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে কিশোরগঞ্জ সদরে দুইজন, হোসেনপুরে একজন এবং ভৈরবে তিনজন রয়েছেন। এ সময়ে ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন বলেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব বিকল হয়ে পড়েছে। সেটি মেরামতের কাজ চলছে। তবে জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা হচ্ছে।

জেলায় এখন পর্যন্ত হয়েছে ছয় হাজার ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১১০ জন।

Advertisement

নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম