সাহিত্য

শ্রাবণের রাতে

শ্রাবণ রাতে নয়ন পাতেঘুম ভেসেছে বাদল ধারায়;তারাগুলো খোয়া গেলোআঁধার রাতের কায়ায়!

Advertisement

বরষার ঘোরে রিমিঝিম সুরেনিশুতি রাতের মায়ায়!মনের মুকুরে স্মৃতিরা ভেড়েচোখে দু’কূল ছাপায়!

বাহিরে ঝড় ভিতরে জ্বরনিশ্বাসে দম বন্ধ!জীবন বীণার ছেঁড়া তারনিত্য হারায় ছন্দ!

বিবাগী মন সলিলে নয়নবিষাদে ঢাকা জীবন!মৌন মলিন সব ভাষাহীননিশ্চুপ বিশ্ব ভুবন!

Advertisement

বৃষ্টির সুর বেদনাবিধুরবুক ফেটে রক্ত ক্ষরায়!কে উদাসী অদূরে বসিস্মরে চাপা কান্নায়!

তার ইশারা জাগে সাড়াএগোনোর পথ রুদ্ধ সব!এগোনো পিছানোর দ্বন্দ্বেনিত্য নিশিদিন অনুভব!

শ্রাবণ আসে শ্রাবণ হারায়তমসা ঘনঘোর বরষায়;বসন্তে শ্রাবণ হেমন্তেও শ্রাবণআনন্দও শ্রাবণে লুকায়!

শ্রাবণ রাতে মোমের ভাতেআনত চাঁদমুখ দর্শনে!অশরীরী ছোঁয়ায় বিদ্যুৎ চমকায়ঢেউ খেলে যায় তনুমনে!

Advertisement

আঁচল পেতে বাসরে মেতেঅবগুণ্ঠনে তীর্যক চাহনি!পড়ে মনে ক্ষণে ক্ষণেসেই শ্রাবণ রাতের কাহিনি!

এসইউ/এএসএম