বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।
Advertisement
শনিবার (১০ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দুজন, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে একজন, টিএমএসএস হাসপাতালে একজন এবং একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে উপসর্গ নিয়ে দুই হাসপাতালে আটজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় ৩২৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। এর মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ার আটজন, সারিয়াকান্দির দুজন এবং গাবতলী ও শেরপুরের একজন রয়েছেন।
Advertisement
শনিবার (১০ জুলাই) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৫ হাজার ৫২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু ৪৬০ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৬১৪ জন।
এসজে/এমএস