‘আগামী প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষক : বর্তমান চিত্র ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর স্পেকটা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান এর আয়োজন করে।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, শিক্ষক কর্মচারী জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে ব্র্যাক বিশ্বিবিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ ‘আগামী প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষক : বর্তমান চিত্র ও আমাদের করণীয়’ শীর্ষক একটি গবেষণা পত্র উপস্থাপন করেন।এনএম/এসএইচএস/পিআর
Advertisement