দেশজুড়ে

বিধিনিষেধ উপেক্ষা করে বিয়েতে ২৫০ অতিথি আমন্ত্রণ, জরিমানা

নেত্রকোনা সদরে করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ধুমধাম করে বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনে পক্ষের লোকজনকে জরিমানা করা হয়।

Advertisement

শুক্রবার (৯ জুলাই) বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নে বড়গাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া।

তিনি জানান, সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশাহ মিয়া তার মেয়ে ফাহমিদা আক্তারে (১৮) সঙ্গে পার্শ্ববর্তী চল্লিশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মো. গনি মিয়ার ছেলে আনিসুর রহমানের (২০) বিয়ে ঠিক করেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে ইউপি সদস্য ২০০-২৫০ জন মানুষ আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন।

মো. সেলিম মিয়া আরও জানান, খবর পেয়ে সদর উপজেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বড়গাড়া এলাকায় বিয়ে বাড়িত উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় সরকারি বিধিনিষেধ ভঙ্গ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেয়া হয়।

Advertisement

এইচএম কামাল/এসজে/এমএস