সিলেটে কোনোভাবেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৩০০-এর ওপরে মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
Advertisement
শুক্রবার (৯ জুলাই) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ২৪০ জনেরই করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। সংক্রমিতদের মধ্যে ছয়জন চিকিৎসকও রয়েছেন। এরআগে এই ল্যাবে একদিনে এতো বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়নি।
এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক এতথ্য নিশ্চিত করে জানান, ভয়াবহ এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের এখনই কঠোর লকডাউন পুরোপুরিভাবে মানতে হবে। সবাইকে ঘরে রাখতে হবে। বিশেষ প্রয়োজনে বের হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
ছামির মাহমুদ/এসআর
Advertisement