অর্থনীতি

লোকসান গুনছেন প্রকৃত লৌহ ব্যবসায়ীরা

কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির দুর্নীতির কারণে প্রকৃত লৌহ ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আয়রণ অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুজর গিফারী জুয়েল।  বুধবার  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ আয়রণ অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন’এর  এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।তিনি বলেন, কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি ঢেউটিন তৈরির আড়ালে বন্ড ব্যবহার করে মাল আমদানি করে খোলা বাজারে বিক্রি করছে। তারা মিথ্যা ঘোষণা দিয়ে বন্দর থেকে মাল খালাস করছে। কখনও গভীর সমুন্দ্রবন্দর থেকে চোরাইপথে এসব মাল এনে কম মূল্যে বাজারে বিক্রি করছে। যার ফলে প্রকৃত লৌহ ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের নিয়ম কানুন মেনে উচ্চহারে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে একই মাল আমদানি করে সফল হতে পারছে না । আবুজর গিফারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেশের শিল্পের কাঁচামাল হিসেবে ফ্লাট রোল্ড প্রোডাক্ট, বিপি, সিআর, জিপি, কালার সিট ও কয়েল আমদানি করে আসছি। এই খাতে চট্টগ্রাম বন্দরে প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা রাজস্ব নিয়ে আসছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সেলিম, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নাসিরউল্লাহ, সদস্য ফকির উদ্দিন, জুনায়েদ প্রমুখ। এর আগে  সংগঠনটির পক্ষ থেকে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।এএস/এসকেডি/এমএস

Advertisement