জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৯ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের পর কারা মিশরের সদস্য পদ বাতিল করেছিল? উত্তর : ওআইসি ও আরবলীগ। ২. প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়? উত্তর : ১২ মার্চ ২০০২। ৩. প্রশ্ন : ফিলিস্তিনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর : আহমেদ কোরেই। ৪. প্রশ্ন : কখন সিরিয়ায় জনবসতি শুরু হয়? উত্তর : ৪৫০০ খ্রিস্ট পূর্বাব্দে। ৫. প্রশ্ন : সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ কবে মৃত্যুবরণ করেন? উত্তর : ১০ জুন ২০০০। ৬. প্রশ্ন : ‘গ্রে উলফ’ নামে পরিচিত কে? উত্তর : কামাল আতাতুর্ক। ৭. প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষরকারী মিশরের প্রেসিডেন্ট কে? উত্তর : আনোয়ার সাদাত। ৮. প্রশ্ন : লেবাননে গৃহযুদ্ধ কবে শুরু হয়? উত্তর : ১৯৭৫ সালে। ৯. প্রশ্ন : মুসলিম দ্রুজ সম্প্রদায় বাস করে কোন দেশে? উত্তর : লেবাননে। ১০. প্রশ্ন : দুই ইয়েমেন কবে একত্রিত হয়? উত্তর : ২২ মে ১৯৯০। ১১. প্রশ্ন : মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ ঘোষণা করেছিল? উত্তর : ১৯৭৩ সালে। ১২. প্রশ্ন : সাফওয়ান সীমান্ত শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর : ইরাকে। ১৩. প্রশ্ন : ইরানের সরকারি বার্তা সংস্থার নাম কী? উত্তর : ইরনা। ১৪. প্রশ্ন : ইরাক-ইরান যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারী কে ছিলেন? উত্তর : জাতিসংঘের মহাসচিব। ১৫. প্রশ্ন : পিএলও জাতিসংঘের সাধারণ পরিষদে কবে প্রথম আমন্ত্রণ পায়? উত্তর : ১৯৭৪ সালে। ১৬. প্রশ্ন : জর্দানের বাদশা হোসেন কত বছর রাজত্ব পরিচালনা করেন? উত্তর : ৪৭ বৎসর। ১৭. প্রশ্ন : সংবিধান অনুযায়ী কে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচত হন? উত্তর : একজন ম্যারোনাইট খ্রিস্টান। ১৮. প্রশ্ন : উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীতে দেশের সংখ্যা কত ছিল? উত্তর : ২৮টি। ১৯. প্রশ্ন : মেসোপটেমিয়া কোন অঞ্চলকে বলা হয়? উত্তর : ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল। ২০. প্রশ্ন : ব্লু-নীল ও হোয়াইট নীল নদের সংযোগস্থলে অবস্থিত নগরীর নাম কী? উত্তর : খার্তুম। এসইউ/পিআর

Advertisement