টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
Advertisement
তিনি বলেন, এ সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পাঁচ চিকিৎসক ও ৩০ জন নার্সসহ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৯০ জন। আক্রান্তের হার শতকরা ৪০ দশমিক ৪৪ ভাগ।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ১৯৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭৭ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮০ জন ও উপসর্গ নিয়ে ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নমুনা দিয়েছিলাম। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আমি ছাড়াও চিকিৎসকসহ হাসপাতালের ৩৫ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়েছেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস