বিদেশ থেকে আগত ব্যক্তিদের লাগেজের মাধ্যমে দেশে যাতে ক্ষতিকারক জীবাণু প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব জীবাণু কৃষি ফসলের ক্ষতি করে বলে বিদেশ থেকে আসা লাগেজ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষারও সুপারিশ করেছে কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশিদ কিরন, মো. নুরুল ইসলাম ওমর এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন। বৈঠকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গুদাম থেকে সার উধাও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া এবং পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।কৃষি মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত কর্মকর্তা বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বিভাগীয় কাজে সঠিকভাবে প্রয়োগ করছেন কিনা এবং তাদের বর্তমান কর্মস্থল কোথায় সে বিষয়ে পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। এইচএস/একে/এমএস
Advertisement