দেশজুড়ে

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০৪ জন।

Advertisement

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- সদর উপজেলার সাতিয়ানতলা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৫০), কলারোয়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে সুরত আলী (৮০), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), একই উপজেলার শংকরপুর গ্রামের নজর আলীর ছেলে নাসিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রাবেয়া পারভীন (৬৮), আব্দুল মান্নানের স্ত্রী তাহমিনা খাতুন (৩৫), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল খালেক (৯০), আশাশুনি উপজেলার বাটরা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোকছেদ আলী গাজী (৬৯) ও সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার তৈয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম (৬২)।

জেলা করোনা-বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে আটজন। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ।

তিনি বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৮ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই ভোর রাত ২টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

Advertisement

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৭৩ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে এক হাজার ১৩৫ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন।

আহসানুর রহমান রাজীব/এআরএ/জিকেএস