দেশজুড়ে

কিশোরগঞ্জে ৬৪ হাজার পিস সুরক্ষা সামগ্রী দিলেন রাষ্ট্রপতির ছেলে

কিশোরগঞ্জে করোনা মহামারিতে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ৬৪ হাজার পিস বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে সমাজ সেবক রাসেল আহমেদ তুহিন।

Advertisement

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে তার ব্যক্তিগত তহবিল থেকে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।

তিনি বলেন, করোনায় ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫ পিস পিপিই ও ৪০০ পিস সুরক্ষা চশমা প্রদান করেন রাসেল আহমেদ তুহিন। এসব সুরক্ষা সামগ্রী স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

এসময় কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস