চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই সময়ে জেলায় ৪০৫টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে আক্রান্তের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃতদের মধ্যে সদরে তিনজন, জীবননগরে একজন, দামুড়হুদায় তিনজন ও আলমডাঙ্গার দুইজন রয়েছেন। অন্যদিকে নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৬০ জন, আলমডাঙ্গায় ৩২ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ২৩ জন রয়েছেন।
Advertisement
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৯৯ জনে। এদিন সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯২ জন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস