করোনা ভাইরাসের কারণে ঘোষণা করা দলের ক্রিকেটারদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। যে কারণে দলে ডাকা হয়েছিল ৯ নমুন মুখকে। পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম ওয়ানডেতে সেই ৯ জনের মধ্যে অভিষেক করানো হলো ৫জনকে। শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে যে ওয়ানডে একাদশ খেলেছিল, সেই দলের কাউকেই রাখা হয়নি পাকিস্তানের বিপক্ষে। পুরো একাদশেই আনা হলো পরিবর্তন।
Advertisement
বেন স্টোকসকে ওয়ানডে দলে না রাখা হলেও জরুরি পরিস্থিতিতে তাকে দলে ডেকে এনে অধিনায়কত্বই ধরিয়ে দেয়া হয়েছিল। আজ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নামেন তিনি। নেমেই ঘোষনা দেন, আমাদের পুরো একাদশেই পরিবর্তন আনা হলো। তবে, মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ড আগের মানসিকতা নিয়েই খেলবে।
পুরো পরিবর্তিত একটি একাদশ নিয়ে খেলতে নেমে ভালোই বাজিমাত করছে ইংল্যান্ড। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। ব্যাট করতে নেমে ডান হাতি ফার্স্ট মিডিয়াম সাকিব মাহমুদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৩৫.২ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।
পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি ভঙ্গুর ইংলিশ দলটির সামনে। বরং, তাদেরকে মনে হয়েছে পুরো নতজানু। বেন স্টোকস যে ঘোষণা দিয়েছিলেন, মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, সেটাই যেন দেখালেন ইংলিশ বোলাররা।
Advertisement
ওপেনার ফাখর জামান সর্বোচ্চ ৪৭ রান করেন। ইমাম-উল হক আউট হয়ে যান শূন্য রান করে। অধনায়ক বাবর আজমও মাত্র ২ বল মোকাবেলা করে কোনো রান না করেই ফিরে যান। শাদাব খান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। শোয়েব মাকসুদ করেন ১৯ রান এবং ১৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
ইংলিশ ফাস্ট মিডিয়াম সাকিব মাহমুদ ৪২ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ক্রেইগ ওভার্টন এবং ম্যাট পার্কিনসন নেন ২টি করে উইকেট। লুইস গ্রেগরি নেন ১ উইকেট। শোয়েব মাকসুদ হয়েছিলেন রানআউট।
ইংল্যান্ড যে ৫জনকে অভিষেক করিয়েছে, তারা হলেন ব্রাইডন কার্স, জন সিম্পসন, লুইস গ্রেগরি, ফিল সল্ট এবং জ্যাক ক্রাউলি। পাকিস্তান একজনকে অভিষেক করায়। তিনি হলেন সউদ শাকিল।
ইংল্যান্ড একাদশফিল সল্ট, ডেভিড মালান, জ্যাক ক্রাউলি, জেমস ভিন্স, বেন স্টোকস (অধিনায়ক), জন সিম্পসন (উইকেটরক্ষক), লুইস গ্রেগরি, ক্রেইগ ওভার্টন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ এবং ম্যাট পারকিনসন।
Advertisement
পাকিস্তান একাদশফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, শোয়েব মাকসুদ, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহিদ আফ্রিদি, হারিস রউফ।
আইএইচএস/