করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আ ন ম আব্দুর রাজ্জাক নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
Advertisement
আব্দুর রাজ্জাক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছিলেন।
তার মৃত্যুতে বিএমএ’র সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বিএমএ নেতারা আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Advertisement
এমইউ/জেডএইচ/জিকেএস