টানা কয়েকদিন খুলনায় করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের চিত্র দেখা গেলেও সবশেষ গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যুর রেকর্ড হয়েছে। যা খুলনাকেও ছাড়িয়ে গেছে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে সর্বমোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। সে অনুযায়ী বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর টানা এক সপ্তাহেরও বেশি সময় মৃত্যুর শীর্ষে অবস্থানকারী খুলনা বিভাগে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৫ জন, বরিশাল তিনজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জনের মৃত্যু হয়।
১৯৯ জন মৃতের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৬৬ জন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ১২ জন মারা যান। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৭৯২ জনে ছাড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, দেশের অন্যান্য বিভাগ থেকে গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তাদের বেশীর ভাগই মুমূর্ষু অবস্থায় আসছেন। তাদের অনেকেই ভর্তির দু-একদিনের মধ্যে মৃত্যুবরণ করছেন। ফলে ঢাকা বিভাগে মৃত্যু বেড়েছে বলে তারা মনে করছেন।
গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।
এমইউ/জেডএইচ/জিকেএস
Advertisement