শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ এবং করোনার টিকা প্রদান করাসহ তিন দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। বৃহস্পতিবার (৮ জুলাই) সংগঠনটির সহ-সভাপতি সুমাইয়া সোমা ও সাধারণ সম্পাদক তানজিম সাকিবের যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
Advertisement
তাদের দাবিসমূহ হলো: (১) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচকর্তা- কর্মচারীদের করোনা ভ্যাকসিন দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। (২) ঈদের ছুটির আগে লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা নিতে হবে। এবং (৩) সব ধরনের বেতন-ফি মওকুফ করতে হবে।
এ সময় বিবৃতিতে তারা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখা বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি তুলেছে এবং আদায় করেছে। বর্তমান করোনাক্রান্তিতে গোটা দেশ যেখানে থমকে গেছে, জবির ২০ হাজার শিক্ষার্থীদের অবস্থাও সেখানে ভয়াবহ। গত দেড় বছর ধরে অনাবাসিক বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস-বাড়ি ভাড়া করে, টিউশন ও খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ বহন করছে।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন শিক্ষার্থীদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ না করে বরং করোনাকালীন আগে ও পরে বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বোঝা ও অমানবিকতার প্রকাশ ঘটেছে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই দাবিসমূহ মেনে নেয়া হোক।’
Advertisement
এমআরআর/এএসএম