আন্তর্জাতিক

কাশ্মীরে সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে বুধবার দিবাগত মধ্যরাত থেকে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। খবর : নিউজ ১৮।

Advertisement

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। তারা দুইজনই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়৷

অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ।

Advertisement

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করা হয়েছে। এ সময় ভারতীয় দুইজন সেনা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচআর/এমকেএইচ