দেশজুড়ে

করোনায় মৌলভীবাজারে নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা (৪০) মারা গেছেন। বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহাজান খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনগর নির্বাচন অফিসের অফিস সহকারী অমলেন্দু দাস জানান, গত ২৩ মার্চ রাজনগর উপজেলা নির্বাচন অফিসে যোগদান করেন আলিফ লায়লা। তার বাড়ি ঢাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী পরিবেশ অধিদফতরের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, আলিফ লায়লা গত ২৭ জুন অফসি শেষ করে রাজনগর থেকে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন। লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

আব্দুল আজিজ/ইএ