আইন-আদালত

১৪ জুলাই পর্যন্ত বন্ধ সুপ্রিম কোর্টের অফিস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অফিস বন্ধ থাকলেও আপিল বিভাগে ৮ ও ১২ জুলাই এবং হাইকোর্ট বিভাগে তিনটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।

Advertisement

এ বিষয়ে বুধবার (৭ জুলাই) রাতে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) প্রার্দুভাবজনিত পরিস্থিতিতে গত ৩০ জুনের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো।

৩০ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগের (কোভিড ১৯) বিস্তার রোধকল্পে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে অফিসের পরিবহনে সীমিত সংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিসে উপস্থিত থাকতে পারবে।

Advertisement

সকল কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশও দেয়া হয়। এফএইচ/ইএ