দেশজুড়ে

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

মানিকগঞ্জ শহরে চারটি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ। এসব বুথে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সুবিধা পাওয়া যাবে। ব্যবহার করা মাস্কও ফেলা যাবে এসব বুথে।

Advertisement

বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

মানিকগঞ্জ শহরের প্রেসক্লাব প্রাঙ্গণ, বেউথা ঘাট, পশ্চিম দাশড়া ও বাসস্ট্যান্ড এলাকায় বুথগুলো স্থাপন করা হয়। মানুষের ব্যবহারের জন্য এসব বুথে নিয়মিত প্রয়োজনীয় সংখ্যক মাস্ক রেখে যাবেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা দুর্যোগে অসহায় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Advertisement

কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ছাড়াও এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বি.এম খোরশেদ/এসআর/জেআইএম