শিক্ষা

বিএটিবির ব্যাটেল অব মাইন্ডসে চ্যাম্পিয়ন আইবিএ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস-২০১৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিন্সিট্রেশন (আইবিএ) এর দল ‘ভ্যান গো’। প্রথম রানার আপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলজি (আইইউটি) এর দল ‘ডেজার্ট ফক্স’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিন্সিট্রেশন (আইবিএ) অপর একটি দল ‘দাবম’।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম; মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, সচিব, শিল্প মন্ত্রণালয় ও বোর্ড অব ডিরেক্টর’স মেম্বার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি); জালাল আহমেদ, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় ও বোর্ড অব ডিরেক্টর’স মেম্বার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি); সৈয়দ নাসিম মঞ্জুর, প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং জাফর সোবহান, সম্পাদক, ঢাকা ট্রিবিউন।বিএটিবি এর ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম বলেন, “আমাদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ১২ বছর ধরে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করে আসছি। ব্যাটেল অব মাইন্ডস তরুণ শিক্ষার্থীদের জন্য নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের একটি সম্মানসূচক মাধ্যমে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের পূর্বেই সত্যিকারের কর্পোরেট কাজের জগতের সাথে পরিচয় করিয়ে দেয় এবং শুধু দেশে নয় দেশের বাইরেও নানা ধরনের চ্যালেঞ্জিং কাজের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত করতে সাহায্য করে।”প্রতিযোগিতায় বিজয়ী আইবিএ’র শিক্ষার্থী সানজির আলী বলেন, “ব্যাটেল অব মাইন্ডস আমাদের কর্পোরেট জগতে নিজেদের জায়গা তৈরির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিযোগিতার বিভিন্ন ধাপে নানা ধরনের ব্যবসায়িক সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জন করেছি। এ অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নতুন যে কর্মজীবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেখানে নিজেদের আরও বেশি যোগ্য হিসেবে প্রমাণ করতে সাহায্য করবে।”উল্লেখ্য, ২০০৪ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির ১২তম এ আসরে সারাদেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ২৬শ` শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। এবারই প্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১৭০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এ ১৭০ জনের মধ্যে ৭৬ জন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, বুয়েট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে রোড শো’র মাধ্যমে ‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৫’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।এআরএস/পিআর

Advertisement