সম্প্রতি হামাস নিয়ন্ত্রিত গাজায় ৫০ দিনব্যাপী যে যুদ্ধ সংঘটিত হয় সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না তা তদন্তে একটি কমিটি গঠন করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল। কিন্তু ইসরায়েল এ তদন্ত কমিটিকে কোনো সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাকশন বুধবার আনু্ষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এমনকি তদন্ত দলকে ইসরায়েল কিংবা গাজায় প্রবেশ করতেও দেওয়া হবে না বলে ঘোষণা করেছে দেশটি। তদন্ত দলটি এখন জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করছে। সেখান থেকে তাদের ইসরায়েল ও গাজা উপত্যকায় যাওয়ার কথা।ইমানুয়েল জানান, তদন্ত কমিটির পক্ষপাতিত্বের কারণে তাদের সহযোগিতা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কমিটির ইসরায়েলবিরোধী দৃষ্টিভঙ্গি, একপেশে অনুমোদন ও কমিটির চেয়ারম্যান উইলিয়াম চাবাস স্বঘোষিত ইসরায়েলবিরোধী হওয়ার কারণেই সহযোগিতা করা হবে না।’তিনি বলেন, তদন্ত কমিটিকে সহযোগিতা না করার ঘোষণায় আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সরকারিভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে কমিটিকে সহযোগিতার কথা বলা হয়েছে খবরে।প্রসঙ্গত, আগস্ট মাসে কমিটি গঠনের পরপরই নেতানিয়াহু এর সমালোচনা করেন। সেইসঙ্গে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতি পক্ষপাতিত্ব ও হামাসকে বৈধতা দেওয়ার অভিযোগ আনেন। নেতানিয়াহু সে সময় বলেন, ‘ইউএনএইচসিআর হামাস ও দাশের (ইসলামিক স্টেট) মতো ‘সন্ত্রাসী’ সংগঠনকে বৈধতা দিচ্ছে।’ সূত্র : হারেটজ/ইনেটনিউজ/জেরুজালেম পোস্ট
Advertisement