ঢাকা কলেজে ছেলেদের পাশাপাশি মেয়েদের ভর্তির সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
Advertisement
কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ড. কুদ্দুস ঢাকা কলেজে মেয়েদের ভর্তির ব্যাপারে এমন বক্তৃতা করেন। বুধবার (৭ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে এ মন্তব্য করেন।
ড. কুদ্দুস বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো উন্মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র। উচ্চশিক্ষা জেন্ডারভিত্তিক হওয়া উচিত না। উচ্চশিক্ষা সব সময় উন্মুক্ত থাকবে, সেখানে জেন্ডারভিত্তিক হওয়ার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শব্দের উৎপত্তি লাতিন ইউনিভার্সিতাস থেকে। যার অর্থ শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ অথবা বিদ্যার্থীদের সংঘ। এখানে কিন্তু জেন্ডারভিত্তিক উচ্চশিক্ষার কথা বলা হয়নি। সেখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু ছাত্র শব্দটি ব্যবহার করতে রাজি নয়।’
Advertisement
তবে একটা নির্দিষ্ট সীমা যেমন- কিছু কিছু ক্ষেত্রে স্কুল বা কলেজ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পর্যন্ত জেন্ডারভিত্তিক থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা কলেজে শুধু ছাত্রদের আলাদা করা উচিত না। ঢাকা কলেজের মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।’
ঢাকা কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাই মানসম্মত, কো-এডুকেশন নিশ্চিত ও সংকীর্ণ অবস্থান থেকে বের হতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। ঢাকা কলেজে ছাত্রী না থাকার কারণে ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্থ হয় বলেও মনে করেন এ শিক্ষক নেতা।
তবে সমাজ বাস্তবতার তাগিদে যদি জেন্ডারভিত্তিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান করতে হয়, তবে সেটি গার্লস কলেজ হতে পারে। বয়েজ কলেজ থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।
ঢাকা কলেজের প্রতিষ্ঠাকালীন ইতিহাস থেকে ছাত্রী ভর্তিতে কোনো বাধা নেই উল্লেখ করে প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে সীমীত সংখ্যক ছাত্রী ভর্তি করানো এবং পরে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া যেতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
Advertisement
ঢাকা কলেজের কয়েকজন প্রবীণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বের নিয়ম অনুযয়ী ঢাকা কলেজে শুধু ছাত্ররাই ভর্তি হয়ে আসছে ৷ পূর্বে দেশে নারী শিক্ষায় তেমন অগ্রগতি না থাকায় এ প্রতিষ্ঠানে কোনো ছাত্রী ভর্তি হতেন না।
তারা জানান, তবে ছাত্রী ভর্তিতে কোন বাধা ছিল না। তবে পরবর্তীতে ঠিক কি কারণে ছাত্রী ভর্তি করা হয় না, এর কোনো সঠিক কারণ কেউ বলতে পারেনি।
১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের সবচেয়ে প্রচীন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কলেজটির ছাত্র সংখ্যা প্রায় ২৪ হাজার।
নাহিদ হাসান/এএএইচ/জেআইএম