স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের প্রতিদিনের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় আড়াইগুণ বেড়েছে।’
Advertisement
তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে প্রতিদিনের চাহিদা ৫০ থেকে ৭০টন হলেও বর্তমানে চাহিদা আড়াই থেকে তিনগুণের কাছাকাছি। এখনও পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হলেও আক্রান্ত রোগীর সংখ্যা ও চাহিদা আরও বৃদ্ধি পেলে অক্সিজেনের চাহিদা মেটানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’
আজ বুধবার (৭ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সংক্রমণ ও মৃত্যু কমাতে হলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।’
Advertisement
এমইউ/এমএইচআর/জেআইএম