চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরা জেলা সদর হাসপাতালে দুজন ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (৭ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলার আরটিপিসিআর ল্যাবে ১১৫টি নমুনায় ১৮ জনের ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১২৭টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩দশমিক ৬৩ শতাংশ।
এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বুধবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৭৩ জন। জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৩৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।
Advertisement
এর আগে জেলায় গত ৫ জুলাই করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।
সোহান মাহমুদ/এসএমএম/এমকেএইচ