দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আক্রান্ত-উপসর্গে ১১ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয়জনের।

Advertisement

বুধবার (৭ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ৫০, আলমডাঙ্গায় ৩২, দামুড়হুদায় ২০ এবং জীবননগরে ২৮ জন রয়েছেন।

বর্তমানে জেলায় আক্রান্ত রোগী এক হাজার ৫৯১ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৪৫৭ এবং হাসপাতালে ১৩৪ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৫ জন।

Advertisement

সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ