গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিকল হয়ে যাওয়া পিসিআর মেশিন সচল হয়েছে। আগামীকাল বুধবার (৭ জুলাই) থেকে এই মেশিনে করোনার নমুনা পরীক্ষা শুরু করা হচ্ছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘মেডিকেল কলেজের পিসিআর মেশিনের বায়োসেপ্টিক কেবিনেটটি গত ২৯ জুন অকেজো হয়ে পড়ে। এতে আটদিন ধরে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষার বন্ধ ছিল। আজ সকালে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গাজীপুর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে পিসিআর মেশিনটির বায়োসেপ্টিক কেবিনেট আনা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন গাজীপুরে প্রায় ৪০০ জনের নমুনা পরীক্ষার জন্য জমা হয়। এ পিসিআর ল্যাবটিতে ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। বাকী নমুনাগুলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাব ও ঢাকায় পাঠিয়ে এর রিপোর্ট আনা হয়।’
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘পিসিআর মেশিনটির বায়োসেপ্টিক কেবিনেট অকেজো হয়ে যাওয়ার পর এটি দ্রুততম সময়ে আনার চেষ্টা করা হয়। বর্তমানে সরকারের কাছে এ যন্ত্রটি মজুদ না থাকায় বাজার থেকে সংগ্রহের জন্য বিজিএমইএকে অনুরোধ জানানো হয়। তারা আমাদের অনুরোধ রক্ষা করে সেটি মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছে।’
Advertisement
আমিনুল ইসলাম/ইএ/এমকেএইচ