বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন রেকর্ড ৪৫৯ জন রোগী। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৫২ দশমিক ৫২ শতাংশ। এটিই বিভাগে একদিনে সর্ব্বোচ শনাক্ত।
Advertisement
মঙ্গলবার (৬ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরে পরচিালক ডা. বাসুদবে কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত এবং ৭ জনের দেহে উপসর্গ ছিল। তাদের মধ্যে ৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জন পিরোজপুরে মারা গেছেন। ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার ৮৭৪ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৪৫৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি ঝালকাঠিতে। এ জেলায় শনাক্তের হার ৫৭ দশমিক ৭৮ ভাগ। এছাড়া বরিশালে ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭৮ জন, পটুয়াখালীতে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জন, পিরোজপুরে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জন, বরগুনায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন এবং ভোলায় ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন শনাক্ত হয়।
Advertisement
সাইফ আমীন/এএএইচ/এমকেএইচ