কঠোর বিধিনিষেধ চলাকালে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশকে দুই ব্যক্তি জানায়- তারা ওষুধ কিনতে বের হয়েছেন। সন্দেহ হলে তাদের পিছু নেয় পুলিশ। কিন্তু শেষমেশ ওই দুই ব্যক্তি গিয়ে বসেন একটি জুয়ার আসরে। পরে আসর থেকে দুই ব্যক্তিসহ মোট আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
Advertisement
সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকায় এমন ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন—মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮), মো. সুমন (২৯)।
পুলিশ জানায়, রাতে থানা পুলিশের নিয়মিত টহল চলাকালে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, ওষুধ কিনতে বের হয়েছেন। সন্দেহ হলে তাদের পিছু নিয়ে একটি জুয়ার আসর থেকে তারাসহ আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।
Advertisement
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘গ্রেফতার আট জুয়াড়িকে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
মিজানুর রহমান/এএএইচ/এমএস