দেশজুড়ে

কক্সবাজারে দুই যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকার ব্রিজ থেকে অজ্ঞাতনামা দু’ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুইটি উদ্ধার হয়। ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পুরদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা মরদেহ দুইটি দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভোমরিয়া ঘোনা ওয়ার্ডের সদস্য আবদুল হাকিম বলেন, সকালে হিমছড়ি ঢালা এলাকার সবজি ক্ষেতে কাজ করতে আসা লোকজন ব্রিজের দু’পাশে দুটি মরদেহ দেখে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানালে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উদ্ধার হওয়া লাশের একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ৩৫ হতে পারে বলে ধারণা করছেন তিনি। লাশের বুকে রক্তের দাগ দেখা গেছে এবং তারা গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। অপরদিকে, অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, নিহতরা কক্সবাজার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহরের পাহাড়তলী এলাকার জাহেদুল ওরফে সিফাত (৩২) ও শহীদুল আলম ওরফে আরফাত (৩০)। তাদের দু’জনকে মঙ্গলবার গভীর রাতে পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে তাদের পরিবার। তবে বিষয়টি অস্বীকার করে কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সায়ীদ আলমগীর/এসএস/পিআর

Advertisement