চলতি কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের মধ্যে দুটির ফল এসেছে টাইব্রেকারের মাধ্যমে। প্রথম কোয়ার্টারে নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র ছিল পেরু-প্যারাগুয়ে ম্যাচ। পরে টাইব্রেকারে সেটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় পেরু।
Advertisement
এরপর তৃতীয় কোয়ার্টার ফাইনালে কোনো গোলই করতে পারেনি কলম্বিয়া ও উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে কলম্বিয়া।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এ ম্যাচটি টাইব্রেকারে গড়াক, তা চান না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বরং সরাসরি জিতে ফাইনালের টিকিট পাওয়ার পক্ষেই আর্জেন্টিনা কোচ।
তার ভাষ্য, ‘আমরা জিততে চাই এবং ফাইনালে পৌঁছতে চাই। দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধাটা স্পষ্ট। তারা সবাই একটি লক্ষ্য নিয়ে ভাবছে। আমরা আশা করি ম্যাচটা পেনাল্টি শ্যুটআউটে যাবে না। যদি তাই হয়, তাহলে আশা করব ফল যেন আমাদের পক্ষেই থাকে।’
Advertisement
এসময় দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমি নিশ্চিত যে, ফাইনালে যাওয়ার জন্য দলের খেলোয়াড়রা নিজেদের সর্বস্বটা দিয়েই চেষ্টা করবে।’
কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারানোর ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনিই। এবার সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথা জোর দিয়েই জানালেন ডি পল।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। দারুণ সব জাতীয় দলের বিপক্ষে যাত্রাটা বেশ লম্বা। ফাইনালে যেতে একদম শেষ সময় পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আমরা। যার স্বপ্ন দেখেছি আমরা এবং আর্জেন্টাইনদের মনে আনন্দ বইয়ে দেয়ার চেষ্টা করব।’
ডি পল আরও যোগ করেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী ও অনুপ্রেরণায় উজ্জীবিত। আমরা জানি আগামীকালের ম্যাচটি কঠিন হতে চলেছে। আমরা বুঝতে পারছি যে, দল প্রস্তুত আছে। খুবই উত্তেজিত ম্যাচটির জন্য।’
Advertisement
এসএএস/এমকেএইচ