দেশজুড়ে

মোটরসাইকেলে চিকিৎসকের স্টিকার লাগিয়ে ঘুরছিলেন যুবক

চলমান কঠোর বিধিনিষেধে মোটরসাইকেলে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকের স্টিকার লাগিয়ে ঘুরছিলেন আহসান নামের এক যুবক। মুখে ছিল না মাস্ক। তবে শেষ রক্ষা হলো না তার। বিষয়টি সন্দেহ হয় ভ্রাম্যমাণ আদালতের। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য। তিনি কোনো চিকিৎসক নন একই সঙ্গে তার মোটরসাইকেলের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। ফলে তাকে গুনতে হয়েছে জরিমানা।

Advertisement

মঙ্গলবার (৬ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ বলেন, ‘সরকারি বিধিনিষেধ অমান্য করায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই যুবকের মোটরসাইকেলের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাকে আরও ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।’

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমকেএইচ

Advertisement