দেশজুড়ে

নওগাঁয় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে ডিসি

করোনা রোধে সারাদেশের ন্যায় নওগাঁয়ও চলছে কঠোর বিধিনিষেধ। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক (ডিসি) হারুন অর রশীদ।

Advertisement

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের কাঁচাবাজার, মাছ বাজার ও চাল বাজার এবং মাংসের বাজার মনিটরিং করেন তিনি। দোকানিদের বাজার দরের মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এছাড়া বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেয়া হয়।

বাজার মনিটরিংয়ের বিষয়ে জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, ‘করোনা সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করা ও মাস্ক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘বিধিনিষেধে কেউ যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি না নিতে পারে সেদিকেও নজরদারি থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

আব্বাস আলী/এসজে/এমকেএইচ

Advertisement