অর্থনীতি

১০০ কোটি টাকা মূলধন বাড়াবে কেয়া কসমেটিকস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফলে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬৫০ কোটি টাকা থেকে বেড়ে ৭৫০ কোটি হবে।ঘোষিত লভ্যাংশ ও অনুমোদিত মূলধনের বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৬ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্টানটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/আরআইপি

Advertisement