যশোরের শার্শায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুদিনের ব্যবধানে যমজ ভাইবোন মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Advertisement
মঙ্গলবার (৬ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বড় ভাই বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান।
তিনি জানান, সোমবার (৫ জুলাই) মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর শনিবার (৩ জুলাই) মারা যান মফিজুর রহমান (৪৫)।
মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টের দোকান দেখাশুনা করতেন।
Advertisement
মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, ‘করোনা সংক্রমণে কিডনি ও হার্টের সমস্যার কারণে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই মারা যায়।’
মো. জামাল হোসেন/এসজে/এএসএম
Advertisement