ফিচার

আজকের ধাঁধা : ০৯ ডিসেম্বর ২০১৫

ধাঁধা:১. ‘আমি যখন এলাম    কেন তুমি এলে না।    তুমি যখন এলে,    কত কি খেলে।    একবার গেলে,    ফের তুমি এলে।    কিন্তু হায় বৃদ্ধকালে    মোরে ছেড়ে গেলে।’- বলুন তো কে সে?২. ‘আদি স্থানে একুশ দিয়ে    পাঁচ অংকের সংখ্যা ভাই।    চার দিয়ে করলে গুণ    উল্টে যায় সংখ্যাটাই।- সংখ্যাটি কত হবে?৩. ‘আঁচিল ডুবল     পাঁচিল ডুবল,    ডুবল কলসি ঘড়া।    বৃন্দাবনে সব ডুবল,    ডুবল বসের চূড়া।’- বলুন তো জিনিসটি কী?৪. ‘আট চালা ঘর তার     একটিই খুঁটি,     ঘর বন্ধ করতে হলে     চেপে ধরো টুটি।’- কী সেটা?উত্তর :১. দাঁত২. ২১৯৭৮৩. কুয়াশা৪. ছাতাএসইউ/আরআইপি

Advertisement