জাতীয়

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত চালকের ঢামেকে মৃত্যু

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন আলমগীর হোসেন (৪০) নামে এক সিএনজিচালক।

Advertisement

সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আলমগীর হোসেন নামে তার এক স্বজন জানান, গত ৩০ জুন বেলা সাড়ে ১২টার টার দিকে ঢাকা উদ্যান এলাকায় তিন দুর্বৃত্ত আলমগীরের সিএনজিতে উঠে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।

আলমগীরের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় থাকতেন তিনি।

Advertisement

এ বিষয়ে আদাবর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গত ৩০ জুন ঢাকা উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কাজী আলামিন/এসএস/জিকেএস