ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমার জোড়া হ্যাটট্রিকে সুইডেনের জায়ান্ট ক্লাব মালমোকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২ মিনিটেই বেনজামার গোলে লিড নেয় রিয়াল। ইসকোর শট প্রতিপক্ষ ডিফেন্ডার ইউতুনের পায়ে লেগে ফিরে আসে ফাঁকায় দাঁড়ানো বেনজেমার কাছে। বাঁ-পায়ের আলতো শটে মালমোর জালে বল জড়াতে দেরি করেননি ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ২৪ মিনিটে রোনালদোর বাড়ানো ক্রসে লাফিয়ে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক দলীয় কম্বিনেশনে গোল আদায়ের সুযোগ নষ্ট করে রোনালদো। পর্তুগিজ তারকা পাওয়ার শট নিলেও তা রুখে দেন মালমোর গোলরক্ষক উইল্যান্ড। তবে ৩৯ মিনিটে দলকে রক্ষা করতে পারেননি উইল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান ৩-০ করেন সিআর সেভেন। ফলে প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রাফায়েল বেনিতেজের দল। বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ম্যাচের ৪৭ মিনিটে কোভাচিচের দুরন্ত শট মালমোর ডিফেন্সে বাধা পেয়ে রোনালদোর কাছে ফিরে আসে। ফিরে আসা বলে শট নিয়ে মালমোর জালে জড়িয়ে দেন সিআর সেভেন। ম্যাচের ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। মালমোর ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে রিয়ালের হয়ে পঞ্চমবার জালে বল জড়ান। ৫৮ মিনিটের মাথায় নিজের চতুর্থ গোল করেন রোনালদো। বেনজেমার ব্যাক পাসে বল নিয়ে মালমোর ডি-বক্সে থাকা রোনালদোর দিকে বাড়িয়ে দেন ইসকো। বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ৭০ মিনিটে ব্যবধান ৭-০ করেন রিয়ালের তারকা কোভাচিচ। জেসে রদ্রিগেজের শট মালমোর ডিফেন্সে বাধা পেয়ে চলে আসে ফাঁকায় দাঁড়ানো কোভাচিচের কাছে। ফিরতি বলে শট নিয়ে মালমোর জালে সপ্তমবারের মতো বল জড়িয়ে দেন কোভাচিচ। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক পূরণ করেন বেনজেমা। মালমোর সীমানায় ফাঁকায় দাঁড়িয়ে বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডানপায়ের জোরালো শটে প্রতিপক্ষকে অষ্টমবারের মতো লজ্জা দেন ফরাসি এই তারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে স্বাগতিক রিয়াল ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।এমআর/আরআইপি
Advertisement