ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকায় করোনা সংক্রমণ এবং সাধারণ অসুস্থতার প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার দাবি করেছে ইসরায়েল। সোমবারের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, গুরুতর অসুস্থতা প্রতিরোধে এটি আগের মতোই কার্যকর রয়েছে।
Advertisement
রয়টার্সের খবরে জানানো হয়, এই রিপোর্ট এমন সময় এলো যখন দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ বাড়ছে এবং সামাজিক দূরত্ববিধি শেষ হয়েছে।
ওই রিপোর্ট বলা হয়, জুন মাসের ৬ তারিখের পর থেকে সংক্রমণ এবং সাধারণ উপসর্গ প্রতিরোধ ৬৪ ভাগে নেমে এসেছে। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গুরুতর অসুস্থতা প্রতিরোধে ওই টিকা এখনও ৯৩ ভাগ কার্যকর।
তবে আগে এ মাত্রা কত ছিল তা ওই রিপোর্টে প্রকাশ করা হয়নি। এছাড়া অন্য কোনো বিস্তারিত তথ্যও দেয়া হয়নি।
Advertisement
গত মে মাসে ইসরায়েলের কর্মকর্তারা একটি রিপোর্ট প্রকাশ করেন যাতে দেখা যায়, ফাইজারের টিকার দুই ডোজ সব ধরনের সংক্রমণ, উপসর্গ এবং গুরুতর অসুস্থতা ৯৫ ভাগ পর্যন্ত প্রতিরোধ করতে পারে।
ইসরায়েলের নতুন প্রকাশিত এই রিপোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ফাইজারের মুখপাত্র।
ইসরায়েলের ৯.৩ মিলিয়ন জনসংখ্যার মধ্যে অন্তত ৬০ ভাগ ফাইজারের টিকা এক ডোজ করে পেয়েছেন। এরপর দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ১ সংখ্যায় নেমে এসেছে। যা জানুয়ারিতে ১০ হাজারের উপরে ছিল।
এমএইচআর/জিকেএস
Advertisement