কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও লক্ষণ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৩০ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৫৩ জন, দৌলতপুরে ৪৪ জন, কুমারখালীতে ২৪ জন, ভেড়ামারায় ৩৪ জন, মিরপুরে ২৯ জন ও খোকসায় আটজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো আট হাজার ৭৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮২৩ জন। মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
Advertisement
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৭৪ জন। এরমধ্যে ১৭৫ জনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আল-মামুন সাগর/আরএইচ/এএসএম