অর্থনীতি

প্রথম ঘণ্টায় সূচক কমল ৯ পয়েন্ট

সোমবারের বড় উত্থানের পর মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৯ পয়েন্ট কমেছে।

Advertisement

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দুই বাজারেই লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। এতে প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু লেনদেনের সময় ৫ মিনিট না গড়াতেই সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। দাম বাড়ার তালিকা থেকে বেশকিছু প্রতিষ্ঠান পতনের তালিকায় নাম লেখায়। এতে প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসই’র প্রধান সূচক ৯ পয়েন্ট কমে যায়।

Advertisement

সময়ের সঙ্গে সূচকের নিম্নমুখী প্রবণতা বাড়ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১০ মিনিটের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের তুলনায় ১৮ পয়েন্ট কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭৫৫ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ২১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এমএএস/এমএইচআর/এএসএম

Advertisement