দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (৬ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার তানিয়া (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫), জামালপুরে সরিষাবাড়ি উপজেলার হেলাল উদ্দিন (৪৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মননিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮), শেরপুর সদর উপজেলার শিউলি (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি (২৯)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

Advertisement

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৯ জন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস