করোনাভাইরাসের টিকা পেতে প্রবাসীকর্মীদের বিশেষ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করার সুযোগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট নম্বর ও জন্মতারিখ সঠিক দিতে হবে। তাছাড়া সফলভাবে নিবন্ধন না করলে টিকা নিতে পারবেন না প্রবাসীকর্মীরা।
Advertisement
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও উন্নয়ন প্রশিক্ষণের (বিএমইটি) প্রবাসী কল্যাণ অ্যাপসের মাধ্যমে ইতোমধ্যে সৌদি আরব ও কুয়েতসহ বিভিন্ন দেশের ২০ হাজার প্রবাসীকর্মী নিবন্ধন করেছেন।
টিকা নিবন্ধনের সময় অনেকেই পাসপোর্ট নম্বর অথবা জন্মতারিখ ভুল লিখেছেন। যেহেতু অ্যাপসের মাধ্যমে যাচাই করা হয়, সেক্ষেত্রে তথ্য ভুল থাকার কারণে অনেকে নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। তাই বিএমইটি ও সুরক্ষা অ্যাপসে তথ্য সঠিক দিতে হবে।
সোমবার (৫ এপ্রিল) বিশেষ রেজিস্ট্রেশন অ্যাপসের উদ্বোধনকালে আইসিটি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।
Advertisement
প্রবাসীকর্মীদের জন্য সোমবার থেকে বিশেষ অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সৌদি আরব ও কুয়েতের প্রবাসীকর্মীরা নিবন্ধনের মাধ্যমে ফাইজারের টিকা গ্রহণের সুযোগ পাবেন। রাজধানীর সাতটি সেন্টারে প্রতিদিন ২০০ জন করে ১ হাজার ৪০০ জন সৌদি ও কুয়েত প্রবাসীকর্মীকে এ টিকা দেয়া হবে।
জনশক্তি কর্মসংস্থান ও উন্নয়ন প্রশিক্ষণ-বিএমইটি ও সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নির্দিষ্ট তথ্য-উপাত্ত দিয়ে সৌদি আরব ও কুয়েতসহ বিভিন্ন দেশের প্রবাসীকর্মীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য অধিদফতর থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে (কমপক্ষে ২৪ ঘণ্টা আগে) প্রবাসীকর্মীকে জানিয়ে দেয়া হবে।
এমইউ/এএএইচ/এমকেএইচ
Advertisement